Header Ads Widget

Responsive Advertisement

Tips and Tricks of Micro Niche Selection মাইক্রো নিশ সিলেকশন

 আপনার ব্লগ বা অনলাইন বিজনেসের সফলতা নির্ভর করে সঠিক Neche Selection করার উপর। সময় উপযোগী ও  low competitive Niche নিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। যাছাই বাছাই না করে নিশ নিয়ে কাজ করলে আপনার হতাশ হবার সম্ভাবনা বেশি। বিস্তারিত  জানতে হলে আপনাকে নিচের লেখাটি মনযোগ দিয়ে পড়তে হবে।      

What is Niche? 

সহজভাবে বলতে গেলে আপনি যে টপিক্স নিয়ে ব্লগিং করতে চান সেই টপিক্স আপনার ব্লগের নিশ। আবার অন্যভাবে বলতে গেলে কোন একটি ওয়েবসাইটের আলোচিত বিষয়বস্তুকে নিশ বলে। যখন কোন সাইটে কোন নির্দিষ্ট বিষয় নিয়ে ধারাবাহিকভাবে লেখা হয় এবং লেখনির মাধ্যমে কোন নির্দিষ্ট পণ্য বা সেবাকে প্রমোট করা হয় সেই পণ্য বা সেবা ঐ সাইটের জন্য নিশ। এক বা একাধিক নিশ নিয়ে কাজ করা যায়। চার-পাঁচ জন মিলে একটা সাইটে একাধিক নিশ নিয়ে কাজ করা যায়। ওয়েবসাইট এক হলেও যার যার নিশ অনুযায়ী ইনকাম আসবে। ব্যাপারটি ক্লিয়ার করা যাক। ধরা যাক ৫ বন্ধু ৫ টি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর এক্সপার্ট। তারা একটি মাত্র ওয়েবসাইটে নিজ নিজ বিষয়ের উপর ব্লগিং করছে। এখন যদি তাদের ওয়েবসাইট থেকে ২,০০০ ডলার ইনকাম হয় প্রত্যেকে সমানভাবে ডলার ভাগ করে নিবে? উত্তর হচ্ছে না। যার যার নিশে কত ভিউ, কত ক্লিক এসব হিসেব করে ডলার ভাগ করে নিতে পারবে। কোন নিশে কত ভিউ, কত ক্লিক এসব গুগল কাউন্ট করবে। এসব নিয়ে আমাদের ভাবার দরকার নেই। 
এবার  আমার নিশ নিয়ে কিছু কথা বলা যাক। আমার এই ব্লগ সাইটে ৭-৮ টি নিশ রয়েছে। যেমনঃ আরবি ভাষা শিক্ষা, স্পোকেন ইংলিশ,  ফ্রিলান্সিং, অটোমোবিল, গার্ডেনিং, কেক তৈরী ইত্যাদি।  কিছু নিশ আছে যার আর্টিকেল আমি নিজে লেখি। কিছু নিশ রয়েছে যা আমি অন্যকে দিয়ে আর্টিকেল লেখিয়ে নেই অর্থের বিনিময়ে। আমি যতগুলো নিশ নিয়ে কাজ করছি তার বেশিরভাগ অলাভজনক। প্রশ্ন উঠতে পারে তাহলে আমি কেন অলাভজনক নিশ নিয়ে কাজ করছি। কারন আমার একমাত্র উদ্দেশ্য ইনকাম করা নয়। আমার অর্জিত জ্ঞান আমি আর্কাইভ আকারে রেখে দিতে চাই। তাছাড়া  আমি বেশি নিশ নিয়ে কাজ করছি 


Niche selection

Niche selection হচ্ছে আপনি কোন টপিকস নিয়ে কাজ করবেন সেটা নির্ধারণ করা। মনে করুন আমি Baby product নিয়ে কাজ করতে চাই। তাহলে Baby product হচ্ছে আমার Niche। আপনার বন্ধু Fast food নিয়ে ব্লগিং করে, আপনার বন্ধুর নিশ হচ্ছে Fast food.

Micro Neche Selection


ব্লগিং শুরু করার আগে নিশ সিলেকশন করতে হয়। ব্লগিং করার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে  অর্থ আয় করা। ব্লগিং করে আপনি আনলিমিটেড আয় করতে পারেন আবার খুব সামান্য আয় করতে পারেন। ব্লগিং করে আপনার আয় কেমন হবে সেটা অনেকটাই নির্ভর করে নিশ সিলেকশনের উপর।

নিশ সিলেকশন করা সহজ মনে হলেও প্রকৃতপক্ষে সহজ নয়। নিশ সিলেকশনে বেশি সময় ব্যয় করা উচিত। আপনি একবার নিশ সিলেকশন করে ব্লগিং শুরু করে কিছুদিন পর দেখলেন এই নিশ লাভজনক নয়। তখন আপনার হাতে দুটি অফশন আছে। হয় এই অলাভজনক নিশ নিয়ে কাজ করা অথবা নতুন নিশ নিয়ে কাজ করা। আপনি যদি এখন নতুন নিশ নিয়ে কাজ করতে চান তাহলে এতদিন যে নিশ নিয়ে কাজ করেছেন সেখানে শ্রম,সময় ও অর্থ বিনিয়োগ করেছেন সব বিফলে গেল।

What is Micro Niche? 

Difference between Micro Niche and Niche

Niche selection করার সময় ৩ টি বিষয়কে গুরুত্ব দিতে হবে।

Passion: আপনি যে টপিক নিয়ে কাজ করতে চান সে টপিকের উপর আপনার ভালোলাগা, অনুরাগ বা আসক্তি থাকতে হবে। আপনার পছন্দের বিষয় নিয়ে কাজ করলে আপনার মধ্যে একগেয়েমি কাজ করবেনা।

Narrow: Baby products বলতে যত প্রকার Baby products আছে সবগুলোকে বুঝায়। এখন আমি যদি বলি New born Baby products তাহলে আইটেমের পরিমান কমে  যাবে। new born baby বলতে সকল baby কে বুঝায়  না, নবযাতককে বুঝায়। এবার আমি যদি বলি New born Baby dress তাহলে আইটেম আরো কমে যাবে। এভাবে নিশকে আপনি Narrow করতে পারবেন।Narrow নিশ নিয়ে কাজ করাটা লাভজনক। 

Profitable: আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান সেটা লাভজনক কিনা,বর্তমানে মার্কেটে চাহিদা আছে কিনা যাছাই করতে হবে। আপনি এমন একটি নিশ নিয়ে কাজ করছেন যেটা নিয়ে মানুষের আগ্রহ কম বা গুগলে সার্চ করেনা বললেই চলে তাহলে এমন নিশ নিয়ে কাজ করাটা লাভজনক হবেনা।

আপনি গুগলে Niche Idea: list of hobbies লিখে সার্চ দিলে নিশ আইডিয়া পেয়ে যাবেন।



«««««Niche selection terms»»»» 

Passion

Narrow

Profitable 

Trending

Seasonal

Evergreen

Expertise

Authorativeness

Trustworthiness

Keyword research করার জন্য google trends ওয়েবসাইটে ভিজিট করলে একটি সার্চ বক্স দেখবেন। সার্চ বক্সে আপনার keyword লিখে সার্চ করলে একটা গ্রাফ দেখাবে।গ্রাফ থেকে আপনি আপনার keyword সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। keyword টির চাহিদা অতীতে কেমন ছিল, এখন কেমন চাহিদা, কোন দেশের কোন অঞ্চলে ব্যবহার হয়েছে বেশি, এই keyword নিয়ে কাজ করলে ইফেক্টিভ হবে কিনা সার্বিক একটা ধারণা পাওয়া যাবে।এছাড়া এই পেইজের নিচের দিকে  রিলেটেড keyword পাওয়া যায়।


Post a Comment

0 Comments