Header Ads Widget

Responsive Advertisement

20 Tips and Tricks of Key word research.


অনলাইন বিজনেজ করে দ্রুত সফল হতে হলে keyword research করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে keyword research করার কিছু  tricks and tips দেওয়া হয়েছে। আশা করা যায় এগুলা ফলো করলে আপনি সফল হবেন। সঠিক keyword এর উপর ভিত্তি করে বিজনেজ শুরু করলে দ্রুত সফল হওয়া যায়।

What is key word Research?

Keyword research


আমি একজন সাধারণ ইউজার হিসেবে যখন গুগলে "Mango in Bangladesh" লিখে সার্চ করি তখন আমার কাছে "Mango in Bangladesh" সার্চ কুয়েরি হিসেবে বিবেচিত হয়। আর আমি যখন একজন SEO এক্সপার্ট হিসেবে  গুগলে 

"Mango in Bangladesh" লিখে সার্চ করি তখন "Mango in Bangladesh" কিওয়ার্ড হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ একই শব্দ সাধারণ ইউজারের কাছে সার্চ কুয়েরি আর একজন SEO এক্সপার্টের কাছে কিওয়ার্ড হিসেবে বিবেচিত হয়।


Various types of keyword

1. Exact match key word ( learn English)

2. Phrase match key word ( how to learn English) 

3. Broad match key word (learn British English)

4. Short tail keyword একটি বা দুইটি শব্দের কিওয়ার্ড কে Short tail keyword বলে। যেমনঃ cricket, newspaper, homemade cake, baby products.


5. Long tail keyword. দুইয়ের অধিক শব্দের কিওয়ার্ড কে Long tail keyword বলে। যেমনঃ cricket live score, bd cricket live score , newspaper in Bangladesh , how to make homemade cake, new born baby products.


6. Geographic keyword একটি  নির্দিষ্ট দেশ বা অঞ্চলের জন্য যে কিওয়ার্ড ব্যবহার করা হয় তাকে Geographic keyword বলে। যেমনঃ Restaurant in Bangladesh, restaurant in Dhaka, Restaurant in Dhanmondi, Restaurant near me.


7. Demographic keyword যে কিওয়ার্ড নির্দিষ্ট কোন Gender বা লিঙ্গকে নির্দেশ করে তাকে Demographic keyword বলে। যেমনঃ Baby products, wallet for woman, Gent's perfume.


8.  Call to action keyword


9. Educational keyword

সাধারণত আপনি যখন কিছু শিখতে চান তখন যে কিওয়ার্ড ব্যবহার করেন সেগুলোকে Educational keyword বলে। Educational keyword শুরু হয় how to দিয়ে। যেমনঃ how to make home made cake, how to learn SEO, how to open a gmail account ইত্যাদি। 


10. B to B keyword বিজনেস টু বিজনেস সংক্রান্ত কিওয়ার্ড B to B keyword নামে পরিচিত।  আপনার যদি মোবাইলের দোকান থাকে। যেখানে আপনি খুচরা মূল্যে মোবাইল বিক্র‍য় করেন। আপনি যদি wholesale mobile market লিখে সার্চ করেন সেটি আপনার জন্য B to B keyword।


Keyword research করার সময় কি কি বিবেচনা করা হয়? 


>>Search Volume: "Mango in Bangladesh" লিখে ইউজারগন যতবার সার্চ করেছে সেটি "Mango in Bangladesh" এর সার্চ ভলিউম সংখ্যা।আপনি টুলসের সাহায্যে "Mango in Bangladesh" এর মাসিক, বাতসরিক সার্চ ভলিউম সংখ্যা দেখতে পারবেন।

>>Cpc

>>Kgr: 

Competitor analysis 

>>KD: আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করছেন সে কিওয়ার্ড নিয়ে আর কতজন কাজ করছে সে সংখ্যাকে keyword difficulty সংক্ষেপে KD বলে। আপনি গুগলে "Mango in Bangladesh" লিখে সার্চ করলে এই কিওয়ার্ড নিয়ে যারা যারা কাজ করছে তাদের সংখ্যা দেখতে পারবেন। এজন্য আপনাকে এই টুলস ব্যবহার করতে হবে।


হাই অথোরিটি সাইটঃ যে ওয়েবসাইটের বয়স বেশি এবং গুগল র‍্যাংকে আছে এবং ভিজিটর বেশি সে সাইটকে হাই অথোরিটি সাইট বলে।

হাই অথোরিটি সাইট চেনার উপায়ঃ 


>>DA একটি ওয়েবসাইটের বয়স ও কতগুলো হাই অথোরিটি সাইট থেকে ব্যাকলিংক পেয়েছে তার উপর ভিত্তি করে Domain Authority (DA) নির্ধারণ করা হয়। Mozbar টুলস থেকে DA সংখ্যা পাবেন।

>>PA

>>Internal link মনে করুন www.skillhome.org ওয়েবসাইটের কোন একটি  পেইজে  লিংক শেয়ার করা হলো। লিংকে ক্লিক করলে  ঐ www.skillhome.org ওয়েবসাইটের অন্য পেইজে নিয়ে যায়। এক্ষেত্রে এই লিংকটি Internal link 

>>External link মনে করুন www.skillhome.org ওয়েবসাইটের কোন একটি  পেইজে  লিংক শেয়ার করা হলো। লিংকে ক্লিক করলে  অন্য একটি  ওয়েবসাইটের পেইজে নিয়ে যায়। এক্ষেত্রে এই লিংকটি External link 

>>Back link মনে করুন www.mangobd.org ওয়েবসাইটের কোন একটি  পেইজে  একটি লিংক শেয়ার করা হলো। লিংকে ক্লিক করলে  আমার www.skillhome.org ওয়েবসাইটের কোন একটি  পেইজে নিয়ে যায়। এক্ষেত্রে আমার ওয়েবসাইটের জন্য লিংকটি back link. কিন্তু www.mangobd.org সাইটের জন্য external link.

>>Do follow link

>>No follow link

>>Word count কোন একটি আর্টিকেলে কতগুলো শব্দ আছে তা গননা করার জন্য এই টুলস ইন্সটল করতে হবে। তারপর সম্পূর্ণ আর্টিকেল বা কনটেন্ট সিলেক্ট () করে মাউসের রাইট বাটনে ক্লিক করলে ক্লিক করলে মোট শব্দ সংখ্যা দেখাবে।

>>Keyword density একটি আর্টিকেল যে কিওয়ার্ড নিয়ে লেখা হয়েছে সে কিওয়ার্ড আর্টিকেলে কতবার ব্যবহার করা হয়েছে তাকে Keyword density বলে। আর্টিকেলের মধ্যে প্রতি ১০০ শব্দের জন্য একবার কিওয়ার্ড ব্যবহার করা হয় এবং গুগল এটাই রিকমেন্ড করে।

কিভাবে Keyword density কাউন্ট করবেন?

আর্টিকেলের মধ্যে যেকোন খালি (যেখানে লেখা নেই)জায়গায়  প্রেস করবেন। একটি সার্চ বক্স দেখতে পারবেন। সেখানে আপনি যে কিওয়ার্ড লিখতে চান লেখুন। কিওয়ার্ডটি কতবার আছে সেটা হাইলাইট করে দেখাবে।

>>Low competitive site আমরা যখন কোন কিওয়ার্ড সার্চ করি গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজে ১০ টি ফলাফল দেখায়। ১০ টি সাইটের মধ্যে কিছু সিমিলার সাইট থাকে কিছু Low competitive site থাকে। আপনি url দেখলে Low competitive site চিনতে পারবেন। নিচের সাইটগুলো Low competitive site.

1. Facebook 

2. Google

3. Youtube

4. News portal site

5. Social site like facebook, Twitter, instragram. 

6. directory site

7. E-commerce site like Amazon, Alibaba. 

8. Wikipedia 

9. Forum posting site

10. Question and Answer site

11. Sub - domain site like gmail, google news

12. Web 2.0 site like. blogspot.com, wordpres.com


>>Similar site পূর্বে উল্লেখ করেছিলাম আমরা যখন কোন কিওয়ার্ড সার্চ করি গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজে ১০ টি ফলাফল দেখায়। ১০ টি সাইটের মধ্যে কিছু সিমিলার সাইট থাকে কিছু Low competitive site থাকে। আপনি url দেখে Low competitive site বাদ দিলে যে সাইটগুলো পাবেন সেগুলো  Similar site. কোন একটি সাইট নিয়ে সন্দেহ থাকলে আপনি ঐ সাইটে ভিজিট করে ক্লিয়ার হয়ে নিবেন সাইটটি Low competitive site নাকি Similar site.


>>All in tittle গুগলে Allintitle এর পরঃ(কোলন)দিয়ে আপনি যে টাইটেল ব্যবহার করতে চান তা লিখে সার্চ দিলে আপনি জানতে পারবেন আপনার এই টাইটেল কতবার ব্যবহার করা হয়েছে অথবা আপনার টাইটেলটি ইউনিক কিনা। Title সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

 যেভাবে লিখবেন >> Allintitle:New born baby's product 


What is slug?


নিচের url টি লক্ষ্য করি

https://www.babyhome.com/new-born-baby's-product

এখানে /( স্লেস) এর পর new-born-baby's-product হচ্ছে স্লাগ


>>All in url

গুগলে Allinurl এর পরঃ(কোলন)দিয়ে আপনি যে url ব্যবহার করতে চান তার স্লাগ লিখে সার্চ দিলে আপনি জানতে পারবেন আপনার এই স্লাগ কতবার ব্যবহার করা হয়েছে অথবা আপনার স্লাগটি ইউনিক কিনা।

যেভাবে লিখবেন >> Allinurl:new-born-baby's-product


>>Exact keyword


>>Exact keyword in title মনে করুন আপনার  টাইটেল হচ্ছে "New born baby's product in Bangladesh." আর আপনার কিওয়ার্ড হচ্ছে "New born baby's product" তাহলে আমরা বলতে পারি আপনার টাইটেলের মধ্যে  exact  কিওয়ার্ড রয়েছে।


>>Meta description 

 Meta description হচ্ছে আপনার আর্টিকেলের সারাংশ বা short description.  এটি  ১৫০ character এর মধ্যে হতে হবে। যদি ১৫০ character এর বেশি হয় তাহলে ইলিপ্স দেখাবে। আপনি যদি 


>>Image ইমেজ একটি আর্টিকেলের সৌন্দর্য ফুটিয়ে তোলে।আর্টিকেলে কয়টি ইমেইজ আছে সেটা কাউন্ট করার জন্য কোন টুলস নাই। আপনাকে গুনতে হবে।


>>Video আর্টিকেলের সাথে রিলেভেন্ট কয়টি ভিডিও পাবলিশ করা হয়েছে সেটাও দেখতে হবে।


>>Social site signal আর্টিকেলের অথর বা রাইটার Social site যেমন facebook, Twitter, instragram এর সাথে জড়িত আছে কিনা সেটা টুলসের সাহায্যে জানতে পারবেন।

>>Page speed কোন একটি পেইজ চালু বা লোড হওয়ার সময়কে Page speed বলে। যদি কোন ওয়েবসাইট লোড হতে বা চালু হতে সময় বেশি লাগে তাহলে ঐ পেইজ থেকে ভিজিটর বের হয়ে যায়। Page speed বেশি হলে সাইটের জন্য ক্ষতিকর।  কোন কোন পেইজ চালু হতে ১ সেকেন্ডের চেয়ে কম সময় লাগে।

Post a Comment

0 Comments