Header Ads Widget

Responsive Advertisement

How to write a SEO friendly title of an article.

SEO Friendly Title

একটি আর্টিকেলের টাইটেল পড়ে বুঝা যায় আর্টিকেলটি কোন বিষয়ের উপর লেখা হয়েছে। Article বা Post এর Title যদি SEO friendly Title হয় তাহলে ভিজিটর আসবে।

What is SEO Friendly Title?

 Power Words এর ব্যবহার, Character, Pixel, গুগলে র‍্যাংকে আপনার টাইটেলের পজিশন, টাইটেলে Vertical Pipe এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।


চমকপ্রদ টাইটেল দেখে ভিজিটর পেইজে আসে এবং আর্টিকেল পড়ে। তবে আর্টকেলের সাথে মিল রেখে টাইটেল দিতে হবে। পেইজ ভিউ বৃদ্ধির জন্য অনেক অসৎ ব্লগার বা ইউটিউবার এমন  টাইটেল ব্যবহার করে যা বাস্তবতার সাথে মিল নেই। যেমন "মাত্র ১ দিনে ১০ হাজার ভিজিটর আনুন।" " কপি পেস্ট করে ব্লগ লিখুন আর আয় করুন লক্ষ টাকা।" ইত্যাদি। বস্তুত এই ধরনের টাইটেল পড়ে  ভিজিটর হয়তো আসে কিন্তু তাদের দেওয়া ফর্মূলা বাস্তবে কার্যকর হয়না। প্রকৃতপক্ষে অনলাইনে আমাদের এমন কিছু করা পরিহার করা উচিত যাতে ভিজিটরের সময় নষ্ট না হয়,আমাদের আর্টিকেল পড়ে যেন ভিজিটরের উপকারে আসে। ভিজিটরদের সময় নষ্ট করার নৈতিক অধিকার আমাদের নেই।

আবার কারো আর্টিকেল সম্পূর্ণ কপি করে  নিজের ব্লগে পোস্ট করা নৈতিকতার স্খলন। আপনি অন্যের আর্টিকেল পড়ে আইডিয়া নিতে পারেন কিন্তু এভাবে সম্পূর্ণ কপি করে চালিয়ে দিতে পারেন না। দূর্ণীতিবাজদের সাথে আপনার ফারাক রইলো কোথায়?


Relavent Title:

আপনার আর্টিকেলের সাথে মিল রেখে টাইটেল লিখবেন। ধরুন, আর্টিকেলটি খাবার সম্পর্কে। টাইটেল দিলেন New born baby's product. এক্ষেত্রে টাইটেলের সাথে আর্টিকেল রিলেভেন্ট বা প্রাসঙ্গিক হয়নি। আর্টিকেল ও টাইটেল একে অপরের সাথে  সামঞ্জস্যপূর্ণ হতে হবে।


What is Power Word?

Power words হচ্ছে টাইটেলে এমন কিছু শব্দ যাদের ইমোশনাল অর্থ আছে এবং ভিজিটরকে আপনার সাইটে ভিজিট করতে পরোক্ষভাবে অনুপ্রাণিত করে।যেমন "মাত্র ২ দিনে হারানো মোবাইল ফিরে পাওয়ার হ্যাকিং টিপস।" এখানে টিপস হচ্ছে Power word. তবে পাঠক আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাস্তবে এমন হ্যাকিং টিপস আছে কিনা আমার জানা নেই। ব্যবহারের উপর ভিত্তি করে Power Words কে কয়েকভাগে ভাগ করা হয়েছে।যেমনঃ

1. Happiness related Power words. 

‌‌‌‌Extraordinary

Heartwarming

Amazing

Profound

Inspiring etc.

2. Humor related Power words. 

Playful

Ridiculous 

Funniest 

Silly

Wild

3. Prestige related Power words. 

Luxurious 

Expensive 

Glamorous 

Thrilling 

Exclusive 

4. Nostalgia related Power words. 

Ageless

Memorable 

Unforgettable 

Forever

Everlasting 

5. Novelty related Power words. 

Miracle 

Magic 

Discover

Sensational 

Latest

6. Beauty related Power words. 

Gorgeous 

Appealing 

Marvelous 

Lovely

Breathtaking 

7. Trust related Power words. 

Verified 

Privacy

Official 

Authentic 

Guaranteed 

Secure

Proven

Professional 

Recognized 

8. Efficiency related Power words.

Tips

Hacks

Step-by-step 

Stress-free

Easy

Simple 

hassle-free 

Straightforward 

 

9. Transformation related Power words. 

Change

Revive 

Convert

Fearless

Complete 

Success

Achieve

Freedom 

Courageous 

10. Energetic related Power words. 

Boost

Kick-off 

Electrify

Blast 

Ignite



মনে করুন আপনার টাইটেল হচ্ছে New born baby's clothes .আপনি চাইলে টাইটেলের মধ্যে Latest শব্দটি ব্যবহার করতে পারেন। তাহলে নতুন টাইটেল দাঁড়ায়

 Latest new born baby's clothes . এখানে Latest শব্দটি Power words. আপনি চাইলে অন্য শব্দ যোগ করতে পারেন। যেমনঃ

1. Best newborn baby's clothes . 

2. Attractive newborn baby's clothes . 

3. Comfortable newborn baby's clothes 

4. Lovely newborn baby's clothes.

5. Exclusive new born baby's clothes.

6. Latest newborn baby's clothes in 2022.

7. Washable new born baby's clothes.

8. 10 types of clothes newborn baby should have.

আপনি চাইলে গুগলের সাহায্য নিয়ে সময় ব্যয় করে আরও কার্যকরী  টাইটেল বা হেডলাইন তৈরি করতে পারবেন।Attraction-grabbing (মনোযোগ আকর্ষণকারী) power words টাইটেলের মধ্যে থাকলে ভিজিটর আপনার পেইজে আসার সম্ভাবনা বেড়ে যায়।


ভিজিটর বেশি আসে এমন কিছু বাংলা টাইটেলের উদাহরণ। 

১. মাত্র ৭ দিনে ফর্সা হন।

২. ১৫ দিনে অনর্গল ইংরেজি শিখুন।

৩. কোটিপতি হবার ১০০ টি গোপন পদ্ধতি। 

৪. কিভাবে বুঝবেন আপনার স্ত্রী পরকিয়া করছে।

৫. হঠাৎ মিটিংয়ে জাফরুল্লাহকে ফোন করে কি বলল প্রধানমন্ত্রী? 

৬. মৌসুমী - জায়েদের সম্পর্ক নিয়ে এ কী বলল ওমর সানী।

৭. শুধুমাত্র মোবাইল দিয়ে প্রতিদিন ৫০০ টাকা আয় করুন। 

৮. ইউটিউব থেকে প্রতিমাসে ২,০০০ ডলার আয় করার টেকনিক।

আমার ব্যক্তিগত পরামর্শ টাইটেলকে বাস্তবতার সাথে মিল রেখে চমকপ্রদ করুন। আপনার উদ্দেশ্য শুধু ভিজিটর আনা নয়, আপনার পোস্ট যেন পড়ে ভিজিটর কিছু শিখতে পারে এবং আপনার সাইটে বেশি সময় ব্যয় করে।


টাইটেলে character এর সংখ্যা কত হবে?

পোস্টের Title হতে হবে ৬৫ character এর মধ্যে। character বলতে letter ( a,b,c,d...), symbol (&,%,#,@...), space(২ টি শব্দের মাঝে গ্যাপ) ও digit(1,2,3....)  কে বুঝায়। 

মনে করুন আপনার টাইটেল হচ্ছে New born baby's product.

আপনি চাইলে গুনে গুনে দেখতে পারেন character কয়টি আছে।

এই টাইটেলে letter আছে ১৯টি

Symbol আছে ২ টি

Space আছে ৩টি

অর্থাৎ মোট character আছে ২৪ টি।

তাছাড়া টাইটেলে কয়টি character আছে তা চেক করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে আপনার টাইটেল লিখবেন বা পেস্ট করবেন। টাইটেলে কতটি character আছে শো করবে। 


টাইটেলে পিক্সেল এর মান কত হবে?

টাইটেলে পিক্সেলের মান ৪৬০ এর মধ্যে রাখতে হবে। টাইটেলে Uppercase ( A,B,C..) ও ডিজিট (1,2,3..) ব্যবহার করলে পিক্সেলের মান বেড়ে যায়। এক্ষেত্রে ডিজিট ও lowercase ( a,b,c..) ব্যবহার করলে পিক্সলের মান কমানো যায়।

What is ellipsis?

আপনি যদি টাইটেলে ৫৫ character রাখেন তবুও আপনার টাইটেল ellipsis (এলিপসিস) দেখাবে যদি পিক্সেলের মান ৪৬০ এর বেশি থাকে।


পোস্টের টাইটেল দেখে ভিজিটর বুঝতে পারে পোস্টটি কি সম্পর্কে।তাই টাইটেল খুবই গুরুত্বপূর্ণ। আপনার পোস্টের টাইটেল হতে হবে প্রাসংগিক ও আকর্ষণীয়। 


টাইটেলের মধ্যে key word রয়েছে কিনা সেটা লক্ষ্য করবেন।টাইটেলের মধ্যে key word থাকা আবশ্যক। 


টাইটেলে Vertical Pipe এর ব্যবহার 

Vertical Pipe ( | ) দেখতে দাঁড়ির মত যেটা বাক্যের শেষে আমরা ব্যবহার করি।টাইটেলের মধ্যে আপনার ওয়েবসাইট এর নাম উল্লেখ করতে separator হিসেবে Vertical Pipe ব্যবহার করা হয়।

মনে করুন আপনার টাইটেল হচ্ছে New born baby's product. আর আপনার ওয়েবসাইটের নাম www.babyhome.com

আপনি চাইলে আপনার টাইটেলটি Vertical Pipe ব্যবহার করে এভাবে সাজিয়ে লিখতে পারেন।

New born baby's product | Babyhome


ইউনিক টাইটেল

আপনার টাইটেল ইউনিক কিনা বা কয়টি আর্টিকেলে ব্যবহার করা হয়েছে জানতে পারবেন গুগলে। মনে করুন আপনার টাইটেল হচ্ছে New born baby's clothes 

গুগলের সার্চ বক্সে যেভাবে লিখবেন >>

Allintitle:New born baby's clothes. 


ফলাফলে যদি দেখেন no results found তাহলে বুঝবেন এই টাইটেলটি ইউনিক অর্থাৎ এই টাইটেলটি আগে কেউ ব্যবহার করেনি। আর যদি দেখেন no results found এর পরিবর্তে 200 results found লেখা আসে তাহলে বুঝবেন এই টাইটেলটি ইউনিক নয়। এই টাইটেলটি বিভিন্ন সাইটে ২০০ ব্যবহার করা হয়েছে। 

আপনি যদি বাংলা ভাষায় জাভা শিখতে চান তাহলে এই লিংকে জাভা পোগ্রামিং শিখতে পারবেন। 

Post a Comment

0 Comments