গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ ও গিয়ার অয়েল চেঞ্জ আরব দেশে একটি সাধারণ ঘটনা। এই পর্বে আমরা আরব দেশের অয়েল চেঞ্জ সার্ভিস সেন্টারে প্রয়োজনীয় আরবি শিখবো। সাধারণত এই কাজটিকে বাংলাদেশে গাড়ির মোবিল পাল্টানোর কাজ বলে। পর্বটিকে কয়েকটি ধাপে ভাগ করে নেওয়া হয়েছে। কাস্টমারকে কিভাবে সম্ভাষণ জানাতে হবে,কাজের ব্যাপারে কিভাবে কথা বলতে হবে, কিছু মার্কেটিং টিপস, বিভিন্ন যন্ত্রপাতির নাম এবং কাস্টমারকে কিভাবে বিদায় জানাতে হবে সবকিছু ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। আপনাদের স্বার্থে এই পর্বটিকে প্রতিনিয়ত আপডেট করা হয়। তাই নিয়মিত ভিজিট করুন এই সাইটে এবং কর্মক্ষেত্রে নিজেকে এগিয়ে রাখুন অন্য সবার চেয়ে।
আরবিতে কাস্টমারকে কিভাবে সম্ভাষণ জানাবেন?
মারহাবান - স্বাগতম ।
কেফ হালেক? - কেমন আছেন?
আলহামদুলিল্লাহ / তামাম/ কুয়েছ/মিয়া মিয়া - সবগুলোর অর্থ ভালো আছি।
গাইয়ার যেত, সেইফুন? - আপনি কি তেল ও ফিল্টার পরিবর্তন করতে চান?
তাগির যেত ও সেইফুন- তেল ও ফিল্টার পরিবর্তন করুন।
মা' সেইফুন - ফিল্টার সহ।
বিদুন সেইফুন - ফিল্টার ছাড়া।
যেত তাগিল অলা খাফিফ? - তেল ভারী না পাতলা চান?
খাফিফ - পাতলা।
তাগিল - ভারী।
এশ যেত? - কি তেল?
ফি ক্যাস্ট্রল আশারা ডব্লিউ তালাতিন? - ক্যাস্ট্রল ১০ w 30 আছে?
মওজুদ - আছে।
ফি ইন্দানা তানি যেত - আমাদের কাছে অন্য তেলও আছে।
ওশো যেত - কি তেল?
হাযা ফেরেস্ট ওয়ান। চুনা সৌদিয়া। যেত মুমতাজ।অহেদ হাব্বা তালাত্তাশ - এটা ফার্স্ট ওয়ান। সৌদিতে তৈরী হয়।তেল অনেক চমৎকার। এক বোতল ১৩ রিয়াল।
জমান - গ্যারান্টি।
আরামকো - বড় কোম্পানি।
কাম এলবা শিল - কত বোতল লাগবে?
কাম ইতলা কুল্লু - সব মিলিয়ে কত টাকা?
বিদুন সেইফুন কাম? ফিল্টার ছাড়া কত হিসাব?
মা'আ সেইফুন মিয়া ইশরিন (১২০) - ফিল্টারসহ ১২০ রিয়াল।
সংখ্যা সম্পর্কে আরো জানতে এইখানে ক্লিক করুন।
তায়্যেব। গাইয়ার - ঠিক আছে পাল্টাও / পরিবর্তন কর।
ইস্তেরাহা হেনা - এখানে বিশ্রাম নিন।
শিল মুফতা। বা'দেন শোগল খালাচ। ওয়াদ্দি ছাইয়ারা মাকচালা। - চাবি নিন। কাজ শেষ হলে গাড়ি কার ওয়াশ সেন্টারে দিয়ে আসবেন।
আশতারি - ক্রয় করা।
বেয়া - বিক্রয় করা।
যোবন - ক্রেতা।
খারগা/ ফৌতা/ গোমাছ - ন্যাকড়া /গামছা।
হাযা ফিল্টার মাকিনা। হাযা তাবান। গাইয়ার অলা হাওয়া - এটা ইঞ্জিন ফিল্টার। এটা খারাপ হয়ে গেছে। পাল্টাবো নাকি বাতাস দিয়ে পরিষ্কার করে দিবো?
হাযা লাযিম গাইয়ার - এটা পাল্টানো জরুরী।
কাম ফুলুস? - কত টাকা?
কাম ছা'র? - দাম কত?
দিগিগা। আনা বাশুফ - এক মিনিট। আমি দেখি কত দাম।
সাব'আ আরবাইন - ৪৭ রিয়াল।
তায়্যেব।গাইয়ার - ঠিক আছে। পাল্টাও / পরিবর্তন কর। রাক্কিব জেদিদ - নতুন লাগাও।
আউয়াল শেক এয়ার।নাগেছ অলা মালিয়ান? - আগে এয়ার চেক করো। দেখ তেল কমে গেছে নাকি পরিপূর্ণ আছে।
শোয়ায় নাগেছ। হাযা আ'দি - একটু কমে গেছে এটা স্বাভাবিক।
কুল্লু যেত বাররা। বা'দেন রাক্কিব নুছ এলবা। আশান নাদ্দাফ মাকিনা - পুরনো সব তেল বের হয়ে গেলে আধা লিটার নতুন তেল ঢেলে দিবে যেন ইঞ্জিনের ভেতরটা পরিষ্কার হয়ে যায়।
শিদ্দঅ কুয়েছ \ যেইন - ভালোভাবে টাইট দাও।
আকাল -- একটু।
জব্বত মিয়া মিয়া - ভালোভাবে ফিটিং কর।
ময়া রেডিয়েটার ফাদি - ময়া রেডিয়েটার খালি অর্থাৎ নাই।
শোয়ায় অরা। লুপ কাফার ইয়ামিন - একটু পিছনে গিয়ে চাকা ডানদিকে ঘুরাও।
শেক আল কাফারাত - চাকার হাওয়া ঠিক আছে কিনা চেক কর।
শোগল ছাইয়্যারা - গাড়ি স্টার্ট দাও।
তাপ্পি ছাইয়্যারা / সাক্কার ছাইয়্যারা - ইঞ্জিন বন্ধ কর।
ফুক্কু চাআজা - কভার খোল।
রাক্কিব চাআজা - কভার লাগাও।
রাক্কিব যেত/ সুপ যেত/ আব্বি যেত - তেল ঢালো।
রাক্কিব গাতা - মুখ বা কভার লাগাও।
ফেরোমেল - ব্রেক অয়েল।
দারুকসন - পাওয়ার স্টিয়ারিং।
ময়া রেডিয়েটার - রেডিয়েটার পানি।
ময়া মুচ্ছাহাদ - ওয়াশ পানি।
মা আবগা / মা আহতাজ - আমার লাগবেনা।
ইমছা কুয়েছ - ভালোভাবে মুছে দাও।
যেত কেফ? - তেল কেমন?
যেত লোন কেফ - তেলের রঙ কেমন?
আছোয়াদ অলা নুছ নুছ - কালো নাকি ফিফটি ফিফটি?
মাররা আছোয়াদ - অনেক কালো।
শোয়াই আছোয়াদ - একটু কালো।
কুল্লু গেদিম যেত বাররা বা'দেন সাক্কার চুররা - পুরানো সব তেল বের হবার পর নাট লাগাবে।
ময়া বলদিয়া - সিটি কর্পোরেশনের পানি।যেমন বাংলাদেশের শহরে ওয়াশার পানি।
নাগেছ - কমে যাওয়া।
মালইয়ান - ফুল / পূর্ণ।
নূর - আলো।
ল্যাম্বা - লাইট।
মোকাইপ - এসি।
কুব্বুত - গাড়ির বনেট বা সামনের ঢাকনা বা ইঞ্জিনের কভার।
শান্তা - গাড়ির টিডি বা পেছেনের মালামাল রাখার জায়গা।
হাচ্ছাছ - সেন্সর।
মাগাছ - সাইজ।
নাফছো মাগাছ - একই সাইজ।
কাবির - বড়।
ছাগির - ছোট।
অছাত - মাঝারি।
আছলি অলা তেজারি? আসল নাকি নকল?
হয়েন হাচ্ছেল আছলি? - আসল বা ১ নং কোথায় পাবো?
ফি তানি মাহাল গারিব - আশেপাশে অন্য দোকান আছে?
ফি তানি ফা'র - অন্য দোকান আছে।
আনা আসেফ বাররা যেত গাইয়ার হেনা মামনু - আমি দু:খিত।বাহিরের তেল এখানে কাজ করা নিষেধ।
হয়েন হাম্মাম / হয়েন দরদমিয়া - বাথরুম কোথায়?
ফি মেন্দিল / ফি ফাইন / ফি ফিনিক্স -- টিস্যু আছে?
ফি মাকছালা - হাত ধোয়ার বেসিন আছে?
হাদিদ - লোহা।
শেক যেত আল গিয়ার - গিয়ার অয়েল চেক করুন।
কাম হিসাব - মোট কত হয়েছে?
আখের কাম? - শেষ দাম কত?
কাম নেহায়ি - কম কত?
মাফি নেহায়ি - কম নাই।
চৌয়ি খচম - ডিস্কাউন্ট দাও।
আমেল মা ঈকদার চৌয়ি খচম - কর্মীরা ডিস্কাউন্ট দিতে পারেনা।
শেবাকা অলা ক্যাশ - আপনি কি কার্ডে টাকা দিবেন নাকি ক্যাশ দিবেন?
চৌয়ি ফতুরা - বিল তৈরী করো।
শোয়ায় রাজ্জু অরা। আনা চৌয়ি নাফফাকাল মাকিনা- একটু পিছনে যাও। ইঞ্জিনে হাওয়া দিয়ে পরিষ্কার করে দেব।
শুকরান - ধন্যবাদ।
আফোয়ান। আল্লাহ আতিক আফিয়া ইলাল্লিকা ইনশাআল্লাহ - স্বাগতম। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করুন। আবার দেখা হবে।ইনশাআল্লাহ।
মুফতা - চাবি।
অটোমেটিক - একটি বিশেষ যন্ত্রের নাম।
মুফতা আ'দি - ঢালি নামে পরিচিত।
স্পাইডার - ৩ কাঁটাবিশিষ্ট মুফতা।
শুক্রুব - স্ক্রু ড্রাইভার।
ম্যাগ্নেতিক - এক ধরনের শলাকা যার মাথায় চুম্বক আছে।এটার সাহায্যে লোহা জাতীয় পদার্থ টেনে আনা যায়।
মিছমার / চুররা - নাট।
ওয়ারদা/ জিলবা / ছামুলা - ওয়াশার।
লোহা - সাইনবোর্ড।
রগম লোহা - গাড়ির নাম্বার প্লেট।
দুলাব - তাক/ সেল্ফ।
জালুন - ৪-৫ লিটারের বোতল।
এই পোস্ট সম্পর্কে আপনার কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দিতে। ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের এই পর্ব এখানে শেষ।এই সাইট প্রতিনিয়ত আপডেট করা হয় তাই নিয়মিত ভিজিট করুন, নিজেকে আপডেট রাখুন এবং কর্মক্ষেত্রে নিজেকে এগিয়ে রাখুন অন্য সবার চেয়ে।
2 Comments
অনেক সুন্দর হইছে ভাইয়া চালিয়ে যান
ReplyDeleteধন্যবাদ।
ReplyDelete