Header Ads Widget

Responsive Advertisement

SEO: Basic to Market Place

SEO : Basic to Marketplace

SEO এর Basic to Market place, মার্কেট প্লেসের বাহিরেও কিভাবে কাজ খুঁজতে হয় এককথায় SEO করে আপনি কিভাবে আয়-রোজগার করবেন তার বিস্তারিত গাইডলাইন পাবেন। এই কোর্স করলে আপনাকে কোন পেইড কোর্স কিনতে হবেনা ইনশাআল্লাহ। 

ফ্রিতে লাইভ প্রজেক্টে SEO শেখার এই কোর্সে আপনাকে স্বাগতম। SEO সম্পর্কে একটি দীর্ঘ ও তথ্যবহুল পোস্ট। ধৈর্য নিয়ে পড়বেন। এই লেসন শেষ করার পর আপনি জানতে পারবেন

• SEO কি? 

• SEO কেন শিখবেন?

• SEO শিখতে কি কি লাগে?

• SEO কোথায় শিখবো?

• সার্চ ইঞ্জিন কী?

• সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?

• Search Engine Result Page (SERP) কি?

• SEO এর সিলেবাসে কি কি আছে?

• গুগলে কিভাবে টপ র‍্যাংকে আসা যায়?

• SEO তে বিভিন্ন টুলসের ব্যবহার। 

• SEO তে বিভিন্ন প্লাগিনের ব্যবহার। 

• মার্কেট প্লেসে কিভাবে একাউন্ট খোলা হয়,কাজ পাওয়া যায়, টাকা উইথড্র করা যায় ইত্যাদি। 

What is SEO (SEO কি?)

ধরুন আমি mango in Bangladesh শিরোনামে একটি আর্টিকেল পাবলিশ করলাম। আমার মত শত শত লেখক বা রাইটার বা ব্লগার mango in Bangladesh শিরোনামে  তাদের নিজস্ব ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করেছে। এখন একজন ইউজার যদি mango in Bangladesh লিখে সার্চ করে তাহলে গুগল কার আর্টিকেল শো করবে? আপনি হয়তো ধরে নিয়েছেন যাদের আর্টিকেল সবচেয়ে সুন্দর ও তথ্যসমৃদ্ধ হবে গুগল তাদের আর্টিকেল শো করবে। আপনার ধারণা ৫০% মিলে গেছে। তবে আপনার আর্টিকেল বা প্রোডাক্ট সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজে আনতে হলে ভালোমানের আর্টিকেল লেখার পাশাপাশি আপনাকে কিছু খুঁটিনাটি কাজ করতে হবে।যেমন meta description, image optimization, keyword research, Google indexing, blog comment ইত্যাদি। অর্থাৎ আপনার আর্টিকেল বা প্রোডাক্ট গুগল র‍্যাংকে আনার জন্য আপনার যাবতীয় কাজের সমষ্টিকে Search Engine Optimization সংক্ষেপে  SEO বলে।

Why I will learn SEO | SEO কেন শিখবো?

১. অনলাইনে ঘরে শুয়ে,বসে,দাঁড়িয়ে দেশী- বিদেশী কোম্পানির সাথে কাজ করে আনলিমিটেড আয় করার সুযোগ।

২. আপনার নিজস্ব ওয়েবসাইট থাকলে গুগল এডসেন্স থেকে আয় করার সুযোগ। 

৩. এফিলিয়েট মার্কেটিং করে আয় করার সুযোগ।

SEO শিখতে কি কি লাগে?

আপনার যদি কম্পিউটার ও ইংরেজি সম্পর্কে বেসিক ধারণা থাকে এবং একটি ডেস্কটপ কম্পিউটার  বা ল্যাপটপ থাকে তাহলে আপনি SEO শিখতে পারবেন। যদি কম্পিউটার না থাকে তাহলে আমার পরামর্শ যেকোন কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে গিয়ে কথা বলবেন। তার সাথে ১/২ মাসের চুক্তি করবেন এই মর্মে যে আপনি প্রতিদিন ১ ঘন্টা তার কম্পিউটারে  প্র‍্যাকটিস করবেন নির্দিষ্ট পরিমান টাকার বিনিময়ে। হয়তো কেউ রাজি হবে আবার কেউ হবেনা। আশার বাণী হচ্ছে SEO শিখতে অর্ধেক কাজ আপনি স্মার্টফোনে করতে পারবেন। তবে ইংরেজি জানা জরুরী। হয়তো আপনি এখন ইংরেজি কম পারেন।সময়ের সাথে ইংরেজি একটু একটু করে শিখতে হবে। বিদেশী বায়ার বা কোম্পানির সাথে ইংরেজিতে যোগাযোগ করতে হবে। আপনার অদম্য ইচ্ছাশক্তি পারবে আপনাকে ইংরেজি ও SEO তে দক্ষ করতে। পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায়না। প্রফেশনাল ইংরেজি শিখতে এই পেইজে ঘুরে আসতে পারেন।


Who will learn SEO | SEO কারা শিখবে?

ধৈর্যশীল বেকার যারা টিউশনি করছেন ও চাকরি খুঁজছেন এবং ধৈর্যশীল গৃহিণী SEO শিখতে পারেন। যাদের যেকোন কাজে ধৈর্য ধরে লেগে থাকার অভ্যাস আছে তারা শিখতে পারেন। এছাড়া অনার্স পড়ুয়া লো, মিডিয়াম মানের কোন স্টুডেন্ট ফেসবুক, ইউটিউবে যে পরিমান সময় দেয় তা থেকে মাত্র ১৫ মিনিট বের করে  SEO শিখতে পারে। আমি কিন্তু বলি নাই পড়ালেখার সময় থেকে ১৫ মিনিট বের করতে। জাস্ট প্রতিদিন ১৫ মিনিট সময় বের করবেন মোবাইলে যে সময়টুকু ব্যয় করেন সে সময় থেকে।


Who don't need to learn SEO | SEO কারা শিখবেন না?

১. যারা পড়াশুনায় অনেক ভালো বা মেধাবী, জীবনের লক্ষ বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া।

২. যারা অল্প সময়ে অনেক টাকার মালিক হতে চান তারা মার্কেটপ্লেসে কাজ না পেলে অধৈর্য হয়ে পড়েন। মনে রাখবেন তাড়াহুড়া করে এই সেক্টরে সফল হওয়া যায়না।

 SEO শিখতে কত দিন লাগে?

অনলাইনে বিভিন্ন ধরনের কাজ আছে যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, SEO, আর্টিকেল রাইটিং বা কনটেন্ট রাইটিং, এফিলিয়েট মার্কেটিং, এপ ডেভেলপমেন্ট, ভিডিও এডেটিং ইত্যাদি। এই কাজগুলোর সাব ক্যাটাগরি আছে। অনেক ক্যাটাগরির মধ্যে আমার কাছে মনে হয়েছে SEO শিখতে সবচেয়ে সময় কম লাগে। আপনি প্রতিদিন SEO শিখতে কত সময় ব্যয় করবেন এবং আপনার মেধা কেমন তার উপর নির্ভর করবে এক্সপার্ট হতে কতদিন লাগবে। আপনার মেধা ও ব্যয় করা সময়ের উপর নির্ভর করে ৩-৬ মাস লাগতে পারে। আপনি যদি মোটামুটি মানের মেধাবী হন এবং প্রতিদিন ৩ ঘন্টা সময় দেন তাহলে আপনার ৩ মাস সময় লাগবে।

SEO শিখে ইনকাম করতে কতদিন অপেক্ষা করতে হয়?

এখানে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আপনি যদি দেশে কোন কোম্পানিতে SEO এক্সপার্ট হিসেবে নিয়োগ পেয়ে যান আপনি নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন। আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে নতুনদের কাজ পেতে অনেক সময় লাগে।কেননা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে আপনাকে পৃথিবীর সেরা সেরা এক্সপার্টদের সাথে কমপিটিশন করতে হবে।মার্কেটপ্লেসে কাজ নেই এটা ভুল তথ্য। আপনি এক্সপার্ট হলে কাজ আজ বা কাল অবশ্যই পাবেন।আপনি যথেষ্ট স্কিল্ড হওয়ার পরেও যদি কাজ না পান হতাশ হবেননা। কারন একটি কাজ পেলে আর পিছনে তাকাতে হয়না। এজন্য  নিয়ম অনুযায়ী সঠিকভাবে লেগে থাকুন। শুধু একটি কথা মাথায় রাখবেন স্কিল্ড পার্সন বেকার থাকেনা। কোথাও না কোথাও একটা কাজের ব্যবস্থা হয়ে যায়।


SEO কাজ জানা আর SEO এক্সপার্টের মধ্যে পার্থক্য

মনে করুন ২ টি সংখ্যার যোগফল ২০ এবং বিয়োগফল ১২। সংখ্যা ২ টি কত? একজন গনিত জানা লোক কাগজ কলম নিয়ে x,y ধরে সমাধান করা শুরু করবে।আর একজন গনিত এক্সপার্ট লোক x,y এপ্লাই করে মুখে মুখে হিসাব করে ফেলবে ১০ সেকেন্ডে। সংখ্যা ২ টি হচ্ছে ৪ এবং ১৬।যে ব্যক্তি SEO কাজ জানে সে প্রাথমিক অবস্থায় থাকে। প্র‍্যাক্টিস করে করে সে SEO এক্সপার্ট হয়।


SEO কোথায় শিখবো?

বর্তমানে অনেক আইটি প্রতিষ্ঠান আছে যারা নির্দিষ্ট ফি নিয়ে অনেক ভালোভাবে অনলাইন অফলাইনে SEO শিখায়। লাইভ প্রজেক্টে কিভাবে কাজ করতে হয় তারা হাতে কলমে শিখায়। প্রথমে আমি অনলাইনে পে করে একজন টিচার থেকে SEO শিখেছি। এ বিষয়ে আরো দক্ষতা বাড়ানোর জন্য আমি আরো ৫ জন ইন্সট্রাক্টর বা টিচার থেকে SEO পেইড কোর্স করেছি। আপনি চাইলে Youtube থেকে SEO সম্পর্কে বেসিক ধারণা নিতে পারেন। যদিও আপনি সেখানে লাইভ প্রজেক্টে সরাসরি কিভাবে কাজ করে সেটা পাবেন না (লাইভ প্রজেক্টের কাজ সরাসরি কেউ শেয়ার করতে চায়না) এছাড়া কিছু অদক্ষ ইউটিবার আছে যারা লাইক, কমেন্ট, ভিউ পাবার আশায় নিম্নমানের তথ্যহীন কনটেন্ট তৈরী করে।এসব ভিডিও দেখে আপনার সময় নষ্ট হবে, মেগাবাইট খরচ হবে। সবচেয়ে বড় কথা এসব ভিডিও দেখে হয়তো আপনি SEO শেখার আগ্রহ হারিয়ে ফেলবেন।

আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে লাইভ প্রজেক্টে SEO শেখাবো। ৬ জন SEO এক্সপার্টের টেকনিক ও আমার সকল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আমার সাইটে আপনার ব্যয়কৃত সময়, মেগাবাইট বিফলে যাবেনা। টিউটোরিয়াল এমনভাবে উপস্থাপন করবো যেন আপনাকে SEO শেখার জন্য অন্য কোন সাইটে ভিজিট করতে না হয়। কোর্সটি হবে সম্পূর্ণ বিনামূল্যে। 


সার্চ ইঞ্জিন কী?

Search Engine: সার্চ ইঞ্জিন কি এটা জানার আগে আমরা সার্চ ইঞ্জিনের কিছু উদাহরন দেখি। google, bing, yahoo, ইত্যাদি হচ্ছে সার্চ ইঞ্জিন। আমাদের যখন কোন তথ্য জানার দরকার হয় আমরা সাধারণত গুগলে সার্চ করি। আপনি চাইলে bing, yahoo তে তথ্য জানার জন্য সার্চ করতে পারেন। তবে বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশে গুগল বেশ জনপ্রিয়। বাংলাদেশের একমাত্র সার্চ ইঞ্জিন হচ্ছে পিপীলিকা। 


সার্চ ইঞ্জিন মূলত তথ্য প্রদানকারী ও তথ্য গ্রহনকারীর মধ্যে মিডিয়া হিসেবে কাজ করে অর্থাৎ থার্ডপার্টি। মনে করুন আমার একটি ওয়েবসাইট আছে যার নাম www.skillhome.org আমি আমার নিজস্ব ওয়েবসাইটে mango of Bangladesh শিরোনামে একটি আর্টিকেল লিখলাম যেখানে আমি বাংলাদেশের বিভিন্ন জাতের আম, আমের মিষ্টতা,আমের বানিজ্যিক চাষের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি।এক্ষেত্রে আমি তথ্যপ্রদান করেছি। আপনি গুগলে mango of Bangladesh লিখে সার্চ করলেন।গুগল তার পেইজে আমার আর্টিকেল শো করলো। আপনি আমার লেখা আর্টিকেলটি পড়লেন। এক্ষেত্রে আপনি তথ্য গ্রহণকারী বা ইউজার।গুগল তথ্য প্রদানকারী ও ইউজারের মধ্যে মিডিয়া হিসেবে কাজ করেছে।

বলে রাখা ভালো আপনি কিন্তু আপনার ব্রাউজারের এড্রেসবারে গিয়ে www.skillhome.org লিখে আমার ওয়েবসাইটে সরাসরি গিয়ে mango in Bangladesh আর্টিকেলটি পড়তে পারতেন। তখন সার্চ ইঞ্জিন গুগলের প্রয়োজন হতোনা। কিন্তু হাতেগোনা কয়টি ওয়েবসাইটের নাম মনে রাখা যায়? মিলিয়ন মিলিয়ন বিখ্যাত-অবিখ্যাত ওয়েবসাইটের নাম মনে রাখা অসম্ভব।তাই আমরা সার্চ ইঞ্জিন ব্যবহার করি।আমি ছাড়া আরো বহু ব্লগার mango in Bangladesh সম্পর্কে তাদের নিজস্ব ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করেছে। সার্চ ইঞ্জিন আমাদেরকে তার ডাটাবেইযে থাকা mango in Bangladesh সম্পর্কিত সবচেয়ে ভালো আর্টিকেলগুলো আমাদের সামনে উপস্থাপন করে।


সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?

আমি আমার সাইটে mango in Bangladesh শিরোনামে একটি আর্টিকেল পাবলিশ করলাম। বিখ্যাত ই- কমার্স সাইট আমাজন তাদের সাইটে নতুন একটি প্রোডাক্ট পাবলিশ করলো।এখন প্রশ্ন হচ্ছে গুগল সেটা কিভাবে জানলো? প্রত্যেকটা নতুন ওয়েবসাইট সার্চ ইঞ্জিনগুলোর কাছে আমন্ত্রন পাঠায় যেন তাদের সাইট ভিজিট করে। সার্চ ইঞ্জিন তাদের সফটওয়্যার বা রোবটকে ঐ ওয়েবসাইটে পাঠায়। রোবট  নতুন সাইটকে ভেরিফাই করে, পুরো ওয়েবসাইট ভিজিট করে,  ডাটা পড়ে,লিংকগুলো দেখে এবং তাদের নিজস্ব ডাটাবেইযে সংরক্ষণ করে। পরবর্তীতে কোন ইউজার কোন কিছু সার্চ করলে সার্চ ইঞ্জিন তাদের ডাটাবেইযে থাকা সবচেয়ে ভালো আর্টিকেল, ইমেইজ, ভিডিও ইউজারের সামনে উপস্থাপন করে। 


Search Engine Result Page (SERP) কি?

আমরা যখন গুগলে কিছু লিখে সার্চ করি গুগল তার প্রথম পেইজে ১০ টি আর্টিকেল শো করে বা দেখায়। গুগলের এই প্রথম পেইজটিকে Search Engine Result Page সংক্ষেপে SERP বলে। 


গুগল র‍্যাংকে আমার ওয়েবসাইট শো করলে আমার কি লাভ?

লোকাল বিজ্ঞাপনের মাধ্যমেঃ আপনার ওয়েবসাইটে যত ভিজিটর বা ট্রাফিক আসবে তত আপনার লাভ। তারা আপনার ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল পড়তে আসবে। পড়ার পাশাপাশি আপনার প্রদর্শনকৃত বিজ্ঞাপন দেখবে। আপনি যে কোম্পানির বিজ্ঞাপন দেখাবেন ঐ কোম্পানি আপনাকে ভিজিটর কত আসলো সেটি হিসাব করে আপনাকে অর্থ পরিশোধ করবে।

গুগল এডসেন্সের মাধ্যমেঃ আপনার সাইটে যখন গুগলের দেয়া টার্গেট  ভিজিটর আসবে তখন আপনি  গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করার জন্য গুগলের কাছে আবেদন করতে পারবেন। গুগল আপনার সাইটের সাথে মিল রেখে আপনার সাইটে এড বসাবে। এডে ভিজিটররা যত বেশি ক্লিক করবে আপনার তত বেশি ইনকাম হবে।

এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেঃ বিভিন্ন ই-কমার্স সাইট রয়েছে যারা এফিলিয়েট মার্কেটিং এর সুযোগ দেয়। আপনার সাইটে আপনি আলিবাবা, এমাজনের মত ই-কমার্স কোম্পানিগুলোর প্রোডাক্ট লিংক দিয়ে দিবেন। ভিজিটর লিংকে প্রবেশ করে ঐ প্রোডাক্ট কিনলে আপনি ঐ কোম্পানি থেকে কমিশন পাবেন। এসব ই-কমার্স সাইটে আপনাকে আগে একাউন্ট করে নিতে হবে। বাংলাদেশে বেশ কিছু ই-কমার্স সাইট আছে যারা এফিলিয়েট মার্কেটিং এর সুযোগ দিয়ে থাকে।

বিভিন্ন কোর্স বিক্রি করার মাধ্যমেঃ আপনি যদি কোন একটি বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি পেইড কোর্সের মাধ্যমে আয় করতে পারবেন। 


আমার সাইটকে Google Rank এ কিভাবে আনবো?

আপনার ওয়েবসাইটকে Google Rank এ ২ ভাবে আনতে পারবেন।

১. Search Engine Marketing এর মাধ্যমেঃ আপনি যদি গুগলকে আপনার সাইটের বিজ্ঞাপন বাবদ ডলার পে করেন তাহলে গুগল আপনার সাইটকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজে শীর্ষে শো করবে। তবে এভাবে র‍্যাংকে আনতে হলে প্রচুর অর্থ খরচ করতে হবে।

২. SEO এর মাধ্যমেঃ আপনি SEO এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আপনার সাইটকে Google Rank এ আনতে পারবেন।


SEO এর কাজ শিখতে হলে আপনাকে যে বিষয় গুলো জানতে হবে।

SEO পূর্ব্ববর্ত্তী কাজ

1. Niche selection 

2. Domain name selection 

3. Hosting selection

Keyword research সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

1. Search Volume

2. Cpc

3. Kgr

Competitor analysis 

1. KD

2. DA

3. PA

4. Internal link

5. External link

6. Back link

7. Do follow link

8. No follow link

9. Word count 

10. Keyword density

11. Low competitive site

12. Similar site

13. All in tittle 

14. All in url

15. Exact keyword

16. Exact keyword in title

17. Meta description 

18. Image 

19. Video

20. Social site signal

21. Page speed

On Page SEO

>> Article / content optimization 

>> Title optimization 

>> Url optimization

>> Meta description optimization

>> Image optimization 

>> Video optimization

>> audio optimization

>> social link optimization

>> plagarism check

>> link optimization

>> page speed optimization

>> Keyword optimization

Technical SEO

>> Website verification 

>> Add sitemap

>> google search console


Off page SEO

Various Types of Back link:

01. Profile creation back link

02. Citation/ local listing/ business listing

03. Directory submission 

04. Social media sharing

05. Social bookmarking

06. Article submission 

07. Blog comment 

08. Image sharing

09. Info-graphic submission 

10. Web 2.0 submission

11. Guest posting

12. Forum posting

13. Video submission 

14. Pdf/ doc / slide sharing

15. Audio/podcast submission 

16. Edu/gov link

17. Q/A site back link

18. Press release

19. TVC

20. Pay for placement link

21. Private blog network (pbn)

22. 301 redirect


★ বিভিন্ন Plugin ও tools এর ব্যবহার। 

★ How to open account in market place.

★ How to make portpolio.

★ How to bid.

★ How to withdraw money.





Post a Comment

0 Comments