Header Ads Widget

Responsive Advertisement

আরবি ভাষা শিক্ষা জিরো টু হিরো পার্ট -- ০১

আরবি ভাষা শিক্ষা


আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে কিভাবে আরবিতে নিজের পরিচয় দিতে হয়, কুশল বিনিময়, কিভাবে সরি বলতে হয় এবং সর্বনাম বা Pronoun সম্পর্কে আলোচনা করা হয়েছে।

Why You will learn Arabic? (আপনি কেন আরবি ভাষা শিখবেন?)

আপনি যদি মুসলিম বাংলাদেশী প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার আরবি ভাষা  শেখার অন্যতম কারন ২  টি। 

Arabic Pronoun Lesson -- 01


আনা -- (I) আমি 


ইনতা  -- (You) তুমি / আপনি / তুই ( পুরুষ বাচক)


ইনতি -- ( You) তুমি / আপনি / তুই ( স্ত্রী  বাচক)


নাহনু -- ( We) আমরা 


হুয়া -- (He) সে ( পুরুষ বাচক)


হিয়া -- (She) সে ( স্ত্রী  বাচক)


হুম -- (They) তারা। 


স্বাগতম!!  আপনি ইতিমধ্যে নতুন ৭ টি শব্দ বা Arabic Pronoun শিখে ফেলেছেন। এবার বাস্তব জীবনে প্রয়োগ করার পালা।


আনা মুসলিম  -- (I am Muslim) আমি একজন মুসলিম।

আনা ফরহাদ  -- (I am Forhad.) আমি ফরহাদ।

আনা মোয়াল্লেম   -- (I am a teacher.) আমি একজন শিক্ষক। 

আনা সাঈদ   -- (I am happy. ) আমি সুখী। 


ইনতা মুসলিম  -- ( You are a Muslim. ) আপনি একজন মুসলিম।

ইনতা তা'বান   -- ( You are tired. )  আপনি ক্লান্ত।

ইনতা হারুন   -- ( You are Harun. ) তুমি হারুন।

ইনতা মজনুন   -- ( You are a mad. ) তুমি পাগল।

ইনতা জামিল   -- ( You are handsome. ) তুমি সুন্দর।


ইনতি -- ( You) তুমি / আপনি / তুই ( স্ত্রী  বাচক)

ইনতি মুসলিমা  -- ( You are a Muslim. ) আপনি একজন মুসলিম।

ইনতি তা'বান   -- ( You are tired. )  আপনি ক্লান্ত।

ইনতি আয়শা   -- ( You are Harun. ) তুমি আয়শা।

ইনতি মজনুনা   -- ( You are a mad. ) তুমি পাগল।

ইনতি জামিলা  -- ( You are handsome. ) তুমি সুন্দর।


নাহনু -- ( We) আমরা 

নাহনু মুসলিম -- ( We are a Muslim. ) আমরা  মুসলিম।

নাহনু তা'বান   -- ( We are tired. )  আমরা ক্লান্ত।

নাহনু ইনছান   -- ( We are mankind. ) আমরা মানুষ

নাহনু সাঈদ   -- ( We are happy. ) আমরা সুখী।

নাহনু আমেল  -- ( We are worker. ) আমরা শ্রমিক।


হুয়া -- (He) সে ( পুরুষ বাচক)

হুয়া দুকতর। -- (He is a doctor.) সে একজন ডাক্তার। 

হুয়া সাওয়াক -- (He is a driver.) সে একজন ড্রাইভার। 

হুয়া ওয়াসিম -- (He is handsome.) সে সুদর্শন। 

হুয়া ওয়াসিত -- (He is an agent.) সে একজন দালাল।

হুয়া মুদির -- (He is a manager. ) সে একজন ম্যানেজার। 


হিয়া -- (She) সে ( স্ত্রী  বাচক)

হিয়া মুমাররিদা। -- (She is a nurse.) সে একজন সেবিকা। 

হিয়া উসতাজা -- (She is a teacher.) সে একজন শিক্ষিকা। 

হিয়া জামিলা -- (She is beautiful.) সে সুন্দরী । 



হুম -- (They) তারা। 

হুম মোয়াল্লিম -- (They are teacher.) তারা শিক্ষক। 

হুম গান্নিয়া -- (They are rich.) তারা ধনী।

হুম মিসকিন-- (They are poor.) তারা গরিব।


অভিনন্দন!  আপনি ইতিমধ্যে Arabic Pronoun part -01 এর ব্যবহার শিখে ফেলেছেন। Arabic Pronoun part -02 পর্বে আপনাকে স্বাগতম। 

Arabic Pronoun Lesson -- 02

হাগগু / হাগ গানা-- My -- আমার

হাগগাক/ হাগগানতা -- Your -- তোমার

হাগগানা --  Our -- আমাদের

হাগগুহু -- His --  তার

হাগগুহুম -- Their -- তাদের


হাগগু বেইত -- My house. -- আমার বাড়ি।

হাগগু শরিকা -- My company.  -- আমার কোম্পানি।

হাগগু আমেল -- My worker. -- আমার কর্মী।

হাগগু অলাদ -- My son. -- আমার ছেলে।


হাগগাক বেইত -- Your house. -- তোমার বাড়ি।

হাগগাক শরিকা -- Your company. -- তোমার কোম্পানি।

হাগগাক আমেল -- Your worker. -- তোমার কর্মী।

হাগগাক অলাদ -- Your  daughter. -- তোমার ছেলে।


হাগগানা বেইত --  Our house.-- আমাদের বাড়ি।

হাগগানা শরিকা -- Our company. -- আমাদের কোম্পানি।

হাগগানা আমেল -- Our worker. -- আমাদের কর্মী।


হাগগুহু বেইত -- His house. --  তার বাড়ি।

হাগগুহু শরিকা -- His company. -- তার কোম্পানি।

হাগগুহু আমেল -- His worker. -- তার কর্মী।


হাগগুহুম বেইত -- Their house. -- তাদের বাড়ি।

হাগগুহুম শরিকা -- Their company. -তাদের কোম্পানি।

হাগগুহুম আমেল -- Their worker.-- তাদের কর্মী।

অভিনন্দন!!  আপনি ইতিমধ্যে Arabic Pronoun part -02 এর ব্যবহার শিখে ফেলেছেন। Arabic Pronoun part -03 পর্বে আপনাকে স্বাগতম। 

Arabic Pronoun Lesson -- 03

১. শব্দের শেষে  ই যুক্ত হলে আমার বুঝায়।

২. শব্দের শেষে  কা যুক্ত হলে তোমার বুঝায়।

৩. শব্দের শেষে  না যুক্ত হলে আমাদের বুঝায়।

৪. শব্দের শেষে  হু যুক্ত হলে তার বুঝায়।

৫. শব্দের শেষে  হুম যুক্ত হলে তাদের বুঝায়।


Rule 01

সাধারণত শব্দের সাথে "ই" যুক্ত হলে আমার বুঝায়।যেমনঃ 

ক. ইছম+ ই= ইছমি = আমার নাম।

খ. বাইত+ ই = বাইতি =আমার বাড়ি।

গ. ক্বালব + ই = ক্বালবী = আমার মন।

ঘ. বিনত + ই = বিনতি = আমার কন্যা।

ঙ. বালাদ + ই = বালাদি = আমার দেশ।


Rule 02

সাধারণত শব্দের সাথে "উকা" যুক্ত হলে তোমার বুঝায়।যেমনঃ

ক. ইছম+ উকা = ইছমুকা= তোমার নাম।

খ. বাইত+ উকা = বায়তুকা =তোমার বাড়ি।

গ. বালাদ+ উকা = বালাদুকা = তোমার দেশ।

ঘ. ক্বালব + উকা = ক্বালবুকা = তোমার মন।

ঙ. বিনত + উকা = বিনতুকা = তোমার কন্যা।


Rule 03

সাধারণত শব্দের সাথে "উনা" যুক্ত হলে আমাদের বুঝায়।যেমনঃ

ক. ইছম+ উনা = ইছমুনা = আমাদের নাম।

খ. বাইত+ উনা = বায়তুনা  = আমাদের বাড়ি।

গ. বালাদ+ উনা = বালাদুনা = আমাদের দেশ।

ঘ. ক্বালব + উনা = ক্বালবুনা = আমাদের মন।

ঙ. বিনত + উনা = বিনতুনা = আমাদের কন্যা।

Rule 04

সাধারণত শব্দের সাথে "উহু" যুক্ত হলে তার বুঝায়। যেমনঃ

ক. ইছম+ উহু = ইছমুহু = তার নাম।

খ. বাইত+ উহু = বায়তুহু = তার বাড়ি।

গ. বালাদ+ উহু = বালাদুহু = তার দেশ।

ঘ. ক্বালব + উহু = ক্বালবুহু = তার মন।

ঙ. বিনত + উহু = বিনতুহু = তার কন্যা।


Rule 05

সাধারণত শব্দের সাথে "উহুম" যুক্ত হলে তাদের বুঝায়। যেমনঃ

ক. ইছম+ উহুম = ইছমুহুম = তাদের নাম।

খ. বাইত+ উহুম = বায়তুহুম = তাদের বাড়ি।

গ. বালাদ+ উহুম = বালাদুহুম = তাদের দেশ।

ঘ. ক্বালব + উহুম = ক্বালবুহুম = তাদের মন।

ঙ. বিনত + উহুম = বিনতুহুম = তাদের কন্যা।


কিভাবে আরবিতে নিজের পরিচয় দিবেন? Lesson --04

মারহাবান। আনা ইছমি আলী। উমরি অহেদ তালাতিন ছানা। আনা মিন বাংলাদেশ। আনা সাকান ফি রিয়াদ মাখরাজ খামচাতাশ। আনা শোগল ফি শরিকা গোল্ডেন পেট্রোল। 

নিচে বাংলা ও ইংরেজিতে অনুবাদ করা হলো। 

মারহাবান -- হ্যালো। Hello.

আনা ইছমি আলী -- আমার নাম আলী। I am Ali.

উমরি অহেদ তালাতিন ছানা -- আমার বয়স ৩১ বছর। I am 31 years old.

আনা মিন বাংলাদেশ -- আমি বাংলাদেশ থেকে এসেছি। I am from Bangladesh. 

আনা সাকান ফি রিয়াদ মাখরাজ খামচাতাশ -- আমি রিয়াদ ১৫ নং এ বাস করি। I live at road number 15 in Riyadh.

আনা শোগল ফি শরিকা গোল্ডেন পেট্রোল -- আমি গোল্ডেন পেট্রোল কোম্পানিতে কাজ করি। I work at Golden Petrol company.


কিভাবে কারো সাথে পরিচিত হবেন? Lesson --05


আপনিঃ মারহাবান।আনা ইছমি আলী। কেফ হাল? ( Hello! My namr is Ali. How are you?) হ্যালো!  আমার নাম আলী। আপনি কেমন আছেন?

ফরহাদঃ কোয়েছ ওয়া ইনতা? ( I am fine and You?) আমি ভালো আছি। আপনি কেমন আছেন?

আপনিঃ তায়্যেব।মা ইছমুকা? (Well.What's your name?) ভালো। আপনার/তোমার নাম কী?

ফরহাদঃ আনা ইছমি ফরহাদ। ( I am Forhad.) 

আপনিঃ মিন হয়েন ইনতা? ( Where are you from?) আপনি কোথায় থেকে এসেছেন?

ফরহাদঃ আনা মিন বাংলাদেশ। ( I am from Bangladesh.) আমি বাংলাদেশ থেকে এসেছি।

আপনিঃ তাশারাফনা। (Nice to meet yoy.

ফরহাদঃ 

আপনিঃ শুকরান। ( Thank you.)

ফরহাদঃ আফোয়ান। ( Welcome) 

এছাড়াও আপনি বলতে পারেন

১. ইয়াউম সাঈদ -- Have a nice day. আপনার দিনটি শুভ হোক।

২. Have a nice journey.  আপনার যাত্রা শুভ হোক।

৩. Stay safe. নিরাপদে থেকো।

 ৪. Stay well. ভালো থেকো।

প্রয়োজনীয় শব্দার্থ

ইছম -- নাম ( Name )

মা -- কী ( What )

ইছমি -- আমার নাম ( My name )

মিন - - থেকে ( from )

অয়েন -- কোথায় ( where )

সাকান -- বাস করা / থাকা ( live)

ফি -- মধ্যে। ( in)

ফি রিয়াদ -- রিয়াদের মধ্যে অর্থাৎ রিয়াদে ( in Riyadh)

খামচাতাশ - পনেরো। (fifteen)

সংখ্যা সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন 


বিভিন্নভাবে আপনার শারিরীক অবস্থা প্রকাশ করার উপায়।

১. কেইফাক / কেফ হালেক/ কেবল হাল / কাইফা হালুকা - তুমি কেমন আছো?( How are you?)

২. আনা বি খায়ের -- আমি ভালো আছি। (I am fine.)

৩. আনা কয়েছ -- আমি ভালো আছি। (I am fine.)

৪. কয়েছ -- ভালো ( Fine)

৫. জিয়াদা -- বেশি/ খুব ( well/much/ a lot of)

৬. মাররা -- বেশি /খুব ( well/much/ a lot of)

 ৭. আনা কয়েছ জিয়াদা -- আমি খুব ভালো আছি ( I am very well.)

৮. আনা মাররা কয়েছ -- আমি খুব ভালো আছি।( I am very well.)

৯. লাসতু -- না ( Not )

১০. আনা লাসতু বি খায়ের -- আমি ভালো নেই।

১১. ওয়া -- এবং / ও (and)

১২. আনা বি খায়ের ওয়া ইনতা?  -- আমি ভালো আছি এবং তুমি কেমন আছো? ( I am fine and you?)


অভিনন্দন!!! আপনি ইতিমধ্যে ৪০ টি প্রয়োজনীয়  আরবি শব্দ শিখে ফেলেছেন।  

ফ্রি ভিসা বিস্তারিত জানতে ক্লিক করুন।

আরবিতে কিভাবে সরি বলবেন? Lesson --06


ইয়া হাবিবি -- হে বন্ধু 

ইয়া হাবিবি শুকরান -- হে বন্ধু তোমাকে ধন্যবাদ। Friend, Thank you.

উত্তরে আপনি বলবেন আফোয়ান যার অর্থ হচ্ছে স্বাগতম (Welcome)

লাহ ছামাহাত /মিন ফাদলিক - - দয়া করে। ( Please)

ইয়া হাবিবি মালিশ -- হে বন্ধু আমি দুঃখিত। (I am sorry)

মালিশ -- দুঃখিত

আনা আসিফ  -- আমি দুঃখিত। ( I am sorry)

জরান -- এক্সকিউজ মি ( কারো দৃষ্টি আকর্ষণ করতে ব্যবহার করা হয়।)

আনা আসেফ/ মালেশ /উজরান -- দুঃখিত। 

কংগ্রেটস!!!  ইতিমধ্যে ৫০ টি প্রয়োজনীয়  আরবি শব্দ শিখে ফেলেছেন।  আপনি আপনার সময় সঠিকভাবে ব্যবহার করছেন।

আরবিতে বিভিন্ন কালারের নাম জানতে এইখানে ক্লিক করুন।










Post a Comment

1 Comments

  1. হাগগান্তা অর্থ কি?

    ReplyDelete