Header Ads Widget

Responsive Advertisement

কিভাবে বকনা বাছুরের যত্ন নিবেন

 আজকের বকনা বাছুর আগামী দিনের গাভী। তাই বকনা বাছুরের প্রতি আলাদা যত্ন নেওয়া বুদ্ধিমানের কাজ। একটি খামারের সফলতা নির্ভর করে বকনা বাছুরের উপর। তাই বকনা বাছুরের বাড়তি যত্ন নিতে হয়।

কমপ্লিট গাইডলাইন : বকনা থেকে গাভী

বকনা বাছুর জন্মের প্রথম ৯ মাস পর্যন্ত বকনা বাছুরকে বেশি পরিমানে প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া যাবেনা। অতিরিক্ত প্রোটিন বকনা বাছুরের ওলানে ফ্যাট বা চর্বি জমাতে সাহায্য করে। ফলে পরবর্তীতে এই বকনা যখন বাচ্চা প্রসব করবে তখন দুধ উৎপাদন কম করবে।

বকনা বাছুর



কখন বকনা বাছুর প্রাপ্তবয়স্ক হয়?


পিউর ১০০% হলেস্টিয়ান ফ্রিসিয়ান জাতের বকনা ১২ মাস বয়সে প্রাপ্তবয়স্ক হয়। অর্থাৎ এই বয়সে বীজ নেওয়ার সক্ষমতা অর্জন করে। কিন্তু গবেষণায় দেখা গেছে ১৪ মাস বয়সে বীজ দিলে এই বকনা বাছুর পরবর্তীতে বেশি দুধ উৎপাদন করে।


আবার দেখা গেছে ৬০%, ৭৫% হলেস্টিয়ান ফ্রিসিয়ান জাতের বকনা ১৫-১৬ মাস বয়সে প্রাপ্তবয়স্ক হয়। অর্থাৎ এই বয়সে বীজ নেওয়ার সক্ষমতা অর্জন করে।


শাহীওয়াল জাতের বকনা বাছুর ২৮-৩০ মাস বয়সে হিটে আসে।

রেড চিটাগং বা আর.সি.সি জাতের বকনা ৩০ মাস বয়সে হিটে আসে। 

তাই বীজ দেওয়ার বয়স নির্ধারণ করতে হলে জাত এবং কত পার্সেন্টেজের বকনা বাছুর এসব ভালোভাবে জানতে হবে।


বকনা হিটে আসার বা গরম হওয়ার লক্ষ্মণ 

বেশির ভাগ গরু ভোর রাতে হিটে আসে। আবার কিছু কিছু গরু সন্ধ্যায় হিটে আসে।নিচের লক্ষ্মণগুলো দেখে গরু হিটে আসছে কিনা যাছাই করা যায়।

১. জরায়ুমুখে ও লেজে স্বচ্ছ ও আঠালো পদার্থ ( মিউকাস) লেগে থাকবে।

২. কম খাবে।

৩. কিছু গরু ডাকবে কিছু গরু ডাকবেনা।

৪. জরায়ুর মুখ সামান্য ফুলে লাল হবে।

৫. অন্য গরুর উপর লাফিয়ে উঠার চেষ্টা করবে।

৬. গরুর কোমড় থেকে পিছনের অংশ মুচরাবে। হাত দিয়ে ধরলে শান্ত হয়ে যাবে।

৭. অন্য গরুকে চাটার চেষ্টা করবে।

তবে কিছু গরুর ক্ষেত্রে উপরের সব লক্ষ্মণ প্রকাশ হয়না।


হিটে আসার কতক্ষণ পরে বকনাকে বীজ দিতে হবে? 

বকনাকে বীজ দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বকনা কখন হিটে আসছে বা কখন ডাক দিয়েছে। কখন হিটে আসছে সে সময় নির্দিষ্ট করতে হবে। কারন হিটে আসার পরবর্তী ১২ থেকে ১৮ ঘন্টার মধ্যে বীজ প্রদান করতে হবে। ১২ ঘন্টার আগে দিলে বা ১৮ ঘন্টার পরে বীজ দিলে কার্যকরী হবেনা। তাই কখন হিটে আসছে এটা জানা খুব জরুরী। হিট আসার সময় থেকে পরবর্তী ১২ ঘন্টা গরুর মধ্যে অতিরিক্ত উত্তেজনা থাকে। এই সময় বীজ দিলে বীজ বের হয়ে যায়। গরু একটু শান্ত হলে বীজ দিলে বীজ কার্যকরী হয়। আবার কিছু গরুর ক্ষেত্রে দেখা যায় ১৮ ঘন্টার মধ্যে বীজ দেবার পরেও মিউকাস বের হয় অর্থাৎ উত্তেজনা থাকে সে গরুকে পুনরায় আবার ৬ ঘন্টার মধ্যে বীজ প্রদান করতে হবে। 


যদি বকনা বাছুর প্রথম হিটে আসে তাহলে  বীজ না দিয়ে পরবর্তী ১৯ দিন পরে আবার যখন হিটে আসবে তখন বীজ দেওয়া উত্তম।


বকনা বা গাভী হিটে না আসার কারন।

বকনা বা গাভী হিটে না আসার অন্যতম তিনটি কারন হচ্চে -

১. জন্মগত ত্রুটি।

২. ভিটামিন, মিনারেলের ঘাটতি। 

৩. রোগাক্রান্ত গরু।

৪. জমজ বাচ্চা প্রসব 


জন্মগত ত্রুটি

যদি কোন বকনা বাছুরের হিটে আসার সময় হয়েছে কিন্তু হিটে আসছেনা তাহলে অভিজ্ঞ ভেটেরিয়ান দ্বারা পরীক্ষা করতে হবে।পরীক্ষা করলে হয়তো দেখা যাবে বাছুরটির ওভারি ডেভেলপ হয়নি বা ডেভেলপ হবার সম্ভাবনা নেই। এক্ষেত্রে বাছুরটিকে বিক্রি করা উত্তম। কারণ এ বকনা কখনো হিটে আসবেনা। 


ভিটামিন, মিনারেলের ঘাটতি

বকনা বাছুরের শরীরে ভিটামিন এ, ভিটামিন  ডি, ক্যালসিয়াম, ফসফরাস, জিংকের ঘাটতি থাকলে সময়মত হিটে আসবেনা। তাছাড়া পর্যাপ্ত কাঁচা ঘাস না খাওয়ালে গাভী সময়মত হিটে আসবেনা। 

৩. রোগাক্রান্ত গরু।

গরুর লিভারে, কলিজায় কৃমি থাকলে এই গরু কখনো হিটে আসবেনা। তাছাড়া গরুর জরায়ু দিয়ে রক্ত, পুঁজ বের হলে গরু হিটে আসবেনা।  তাই এই ধরনের গরুকে কালিং বা বিক্রি করে দেয়াটা উত্তম।


৪. জমজ বাচ্চা প্রসব 

যদি কোন গাভী জমজ বাচ্চা প্রসব করে এবং বাচ্চা ২ টির মধ্যে একটি ষাড় বাছুর এবং অন্যটি বকনা বাছুর। তাহলে বকনা বাছুরটি কখনো হিটে আসবেনা। তবে যদি ২ টিই বকনা বাছুর হতো তাহলে ২ টিই পরবর্তীতে হিটে আসতো। 


পরিশেষে বলতে চাই নির্দিষ্ট সময়ে হিটে না আসা বকনা বাছুরকে অভিজ্ঞ পশু ডাক্তার বা ভেটেরিয়ান দ্বারা পরীক্ষা করে বিক্রি বা কালিং করা বুদ্ধিমানের কাজ।

খামার কি ধরনের গরু দিয়ে শুরু করবেন এই সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। 

Post a Comment

0 Comments