Header Ads Widget

Responsive Advertisement

Professional Homemade Cake - 01

Professional home made cake

সকল বয়সের মানুষের কাছে Homemade Cake একটি প্রিয় খাবার। অনেকে Homemade Cake তৈরী করা শিখতে চান। কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে শিখে হয়ে উঠেনা। এই সাইটে আপনি কেক তৈরীর হাতে কলমে প্রশিক্ষণ পাবেন। চলুন শুরু করা যাক।

How to make a Homemade Vanila Cake(ভ্যানিলা কেক - ০১ পাউন্ড) 

উপকরণ :

১. ময়দা -- তিন ভাগের এক কাপ।

২. ডিম -- ২ টি।

৩. চিনি -- চার ভাগের এক কাপ।

৪. কর্নফ্লাওয়ার -- ১ চা চামচ।

৫. ভ্যানিলা এসেন্স -- হাফ চা চামচ।

৬. বেকিং পাউডার -- হাফ চা চামচ।


প্রস্তুত প্রণালী :

১. প্রথমে একটি শুকনো বোলে ডিম ও চিনি বিটার মেশিনের সাহায্যে ফোম করে নিতে হবে।ফোমের টেক্সার এমন হতে হবে যেন একটা সংখ্যা লেখা যায়।

২. তারপর চালুনির সাহায্যে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার চেলে ডিমের মিশ্রনের মধ্যে দিতে হবে।

৩. একটি স্প্যাচুলার সাহায্যে আলতো করে মিক্স করতে হবে। তারপর ভ্যানিলা এসেন্স এড করতে হবে।

৪. মিক্স হয়ে গেলে মোল্ডে ঢেলে ঝাঁকুনি দিয়ে ওভেনে বা চুলায় দিতে হবে।

ইউটিউবে সার্চ করলে আপনি শত শত ভিডিও পাবেন হোম মেইড কেক তৈরী করার।কিন্তু প্রফেশনাল ভিডিও পাবেন না।

এই কোর্স শেষে আপনি শিখতে পারবেন

১. হোমমেইড কেক কি?

২. হোমমেইড কেক তৈরী কেন শিখবেন? 

৩. হোমমেইড কেক তৈরী কোথায় শিখবেন? 

আপনি কি দৈনিক ২-৩ ঘন্টা সময় দিয়ে বিনামূল্যে SEO শিখে মাসে ২০,০০০ টাকা আয় করতে চান?

Post a Comment

0 Comments