Header Ads Widget

Responsive Advertisement

English in Airport | বিমানের ভেতরে প্রয়োজনীয় ইংরেজি

 

English in Airport

যারা জীবন জীবিকার তাগিদে বিভিন্ন দেশে ভ্রমন করে থাকেন তাদের কে বিভিন্ন দেশের মানুষের সাথে মিশতে হয়, কথা বলতে হয়। টুকিটাকি ইংরেজি না জানলে বিভ্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এই  লেসনে আমরা শিখবো কিভাবে বিমানের ভেতরে বিমানবালার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে হয়।

Conversation With Air hostess

Dialogue -- 01


 You : Excuse me ma'am. May I have a glass of water? ( এক্সকিউজ মি ম্যাম। আমি কি এক গ্লাস পানি পেতে পারি?)



Air hostess  ( বিমান বালা) : Sure sir, But you have to wait 30 minutes. ( অবশ্যই স্যার। কিন্তু আপনাকে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে)



You : Actually I need to take some medicine now. (আসলে আমাকে এখনি কিছু ওষুধ খেতে হবে)



Air hostess : Ok. Wait a minute.( ঠিক আছে।  একটু অপেক্ষা করুন।)


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 


Air hostess : Here you go. The glass of water.(এই যে আপনার পানি)


You : Thank you. (ধন্যবাদ) 


Air hostess : Welcome.( স্বাগতম)


Dialogue  -- 02 


Air hostess: Excuse me,sir. Chicken or Pasta? ( এক্সকিউজ মি, স্যার। আপনি কী চিকেন নিবেন নাকি পাস্তা?)


You: I'll have the chicken.(আমি চিকেন নিতে চাই।)


Air hostess: Anything to drink?( আপনি পানীয় কিছু চান?)


You: What kind of soda do you have? ( আপনাদের কাছে কী কী সোডা আছে?)


Air hostess: coke and sprite.( কোক ও স্প্রাইট) 


You: Water, please.( পানি দিন,প্লিজ)


এছাড়া আপনি আপনার চাহিদা অনুযায়ী আরো কিছু চাইতে পারেন। নিম্নে বাক্যগুলো দেওয়া হল।


1. Can I have a pillow? 

আমি কি একটি বালিশ পেতে পারি?

2. Can I have a blanket?

আমি কি একটি কম্বল পেতে পারি?

3. Can I have a pair of headphones?আমি কি হেডফোন পেতে পারি?

4. Could I have some extra napkins?আমি কি কিছু ন্যাপকিন পেতে পারি?

5. Could I have some water/coffee/tea?

আমি কি পানি/কফি/চা পেতে পারি?

6. Could I have some chocolates or toffees?

 আমি কি কিছু চকলেট বা টফি  পেতে পারি?

7. My Tab is not working. Please fix it.

আমার ট্যাব কাজ করছেনা। প্লিজ ঠিক করে দিন।


ষষ্ঠ - দশম শ্রেণীর একাডেমিক প্রস্তুতির জন্য কোর্স কিনুন।

Post a Comment

0 Comments