আপনার খামারের উন্নতি - অবনতি সঠিক গরুর জাত নির্বাচনের উপর নির্ভর করে। গরু মোটাতাজাকরনের জন্য শাহীওয়াল, রেড চিটাগং, গীর, ফ্রিসিয়ান জাতের ষাড় উত্তম। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
গরুর জাত নির্বাচন কেন গুরুত্বপূর্ণ?
গরু কেনার সময় কি কি বিষয় নজর রাখতে হবে?
১. গরুর জাত
২. গরুর বয়স
৩. পা
৪. রোগাক্রান্ত
৫. খাদ্যাভ্যাসে লবন
৬.
গরুর বয়স
আপনার যদি দুগ্ধবতী গরুর খামার থাকে তাহলে আপনি আপনার খামার থেকে মোটাতাজা করনের জন্য গরু সংগ্রহ করতে পারবেন।আর আপনার যদি শুধু মাত্র গরু মোটাতাজা করন প্রকল্প থাকে তাহলে আপনাকে বাহিরের বাজার থেকে গরু সংগ্রহ করতে হবে। যে বাছুরের বয়স ১০ মাস সে বাছুরের গ্রোথ ভালো হবে। গবেষণায় দেখা গেছে জন্মের ১০ মাস থেকে ১৫ মাস পর্যন্ত গরুর শারিরীক বৃদ্ধি ভালো হয়। তাই গরু কেনার ক্ষেত্রে বয়সের দিকটা ভালোভাবে খেয়াল করতে হবে।
বকনা বাছুরের কিভাবে যত্ন নিবেন জানতে এই লিংকে ক্লিক করুন।
টিকা প্রয়োগ
গরু কেনার পর গরুকে ১৫ দিন আলাদা ঘরে কোয়ারেইন্টাইনে রাখতে হবে। যদি গরুর কোন রোগ থাকে তাহলে খামারের অন্য গরুকে সংক্রমিত করতে পারবেনা।তারপর অভিজ্ঞ পশু ডাক্তার দ্বারা তড়কা, গলাফুলা, ক্ষুরারোগের টিকা দিতে হবে।
গোসলের সময়
গরুকে কি খাওয়াবেন?
খাবারের সময়
খাবারের পরিমান
পরিষ্কার পানি পান
গরুকে ২৪ ঘন্টা আয়রন মুক্ত পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। পানিকে কিভাবে আয়রন মুক্ত করা হয় তা জানতে এখানে ক্লিক করুন। খাবার পাত্র এবং পানির পাত্র আলাদা করতে হবে। পানি ও খাবার কখনো মিক্স করে খাওয়াবেন না।
গরুর বিশ্রাম
গরুকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। গরুকে বিশ্রামের সময় ডিস্টার্ব করা যাবেনা। এতে গরুর গ্রোথ বাধাগ্রস্ত হবে। তাই গরুর বিশ্রামের সময় খামারে যেন কেউ প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। পাশাপাশি মশা মাছি যেন গরুকে ডিস্টার্ব করতে না পারে সেটিই খেয়াল রাখতে হবে। গরমের সময় সার্বক্ষণিক ফ্যানের ব্যবস্থা করতে হবে।
0 Comments